ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সাদা বলের কোচ হিসেবে দুটি টি-২০ বিশ্বকাপ জয়ী ড্যারেন স্যামিকে নিয়োগ দিয়েছে। দায়িত্ব নিয়ে স্যামি জাতীয় দলের বাইরে থাকা সিমরন হেটমায়ার, এভিন লুইস, আন্দ্রে রাসেল ও সুনীল নারিনদের ফেরানোর চেষ্টা করছেন।
হেটমায়ার এরই মধ্যে নিজেকে জাতীয় দলের জন্য এভিলেবল ঘোষণা করেছেন। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে চেয়েছিলেন তিনি। তবে ক্যারিবীয় বোর্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো ক্রিকেট খেলা এবং নিয়মিত ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলাদের সুযোগ দিয়ে যেতে চায়।
যদিও লুইস, রাসেল ও নারিন এখনও জাতীয় দলে খেলার বিষয়ে কিছু বলেননি। নারিন ২০১৯ সালের আগস্টে এবং রাসেল ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে সর্বশেষ জাতীয় দলের জার্সি পরেছেন। ওদিকে স্যামি জাতীয় দলের কোচ হয়েই ঘোষণা দিয়েছেন- যারা আঞ্চলিক ক্রিকেট খেলছেন, তারা জাতীয় দলে ডাক পাওয়ার জন্য উন্মুক্ত।
ওই সাক্ষাৎকারে স্যামি বলেন, ‘আঞ্চলিক ক্রিকেট খেলার অর্থ হলো জাতীয় দলে খেলার জন্য তারা উন্মুক্ত। আমি এরই মধ্যে লুইস এবং হেটমায়ারের সঙ্গে কথা বলেছি। তাদের পরিকল্পনা জেনেছি। এভাবে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেবল স্বচ্ছ আলোচনাই সমাধানের পথ দেখাতে পারে। আমি রাসেল, নারিনের মতো ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। আপাতত এইটুকু জানাতে পারি যে, তারা মানসিকভাবে ইতিবাচক।’
স্যামি বিশ্বাস করেন ওয়েস্ট ইন্ডিজ সেরা দল হওয়ার পর্যায়ে আছে। তার প্রাথমিক লক্ষ্য র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে উপরে তুলে আনা। তিনি বলেছেন, ‘সংখ্যা মিথ্যা বলে না। আমরা ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ (হবে দশ) এবং টেস্ট র্যাঙ্কিংয়ে ৮ (হবে ৭)-এ আছি। এর পেছনে নিশ্চয় কারণ আছে। আমরা গত পাঁচ বছর বিভিন্ন পর্যায়ে সিরিজ হেরেছি। তবে আমরা (ফেরার পথ হতে) খুব দূরে নই।’
স্যামি দায়িত্ব নিয়ে এরই মধ্যে একটি সমস্যা চিহ্নিত করেছেন। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ফরম্যাটে ১১-৪০ ওভারের মধ্যে স্পিনে অনেক উইকেট হারাচ্ছে বলে মনে করেন তিনি। ওই জায়গা নিয়ে কাজ করে উন্নতির সুযোগ দেখছেন তিনি। ভালো পরিকল্পনা নিয়ে ঠিকঠাক তা বাস্তবায়ন করতে পারলে ফলাফলে ও র্যাঙ্কিংয়ে উন্নতি আসবে বলে মনে করেন প্রোটিয়া ক্রিকেটার স্যামি।