মাদারীপুরের শিবচরে পাটখেতে শাক তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম লিপি বেগম (২৭)। তিনি উমেদপুর ইউনিয়নের চর কাচিকাটা এলাকার নুর হাবিব মাদবরের স্ত্রী।
নিহত গৃহবধূর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রান্নার জন্য আজ সকালে লিপি তাঁর বাড়ির পাশের একটি পাটখেতে শাক তুলতে যান। এ সময় পাটখেতে পড়ে থাকা অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে লিপি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এদিকে লিপির বাড়িতে ফিরতে দেরি হওয়ায় কিছু সময় পর লিপির মেয়ে তাঁকে খুঁজতে বের হয়। পরে সে পাটখেতের মধ্যে তার মাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পরিবারের লোকজন লিপিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।