গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণে ধীরগতি লক্ষ্য করা গেছে সকাল থেকেই। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও কেন্দ্রে কেন্দ্র ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। তবে নির্ধারিত সময় ৪টা হলেও যেসব কেন্দ্রে ভোটার থাকবেন, সময়ের পরও তাদের ভোট নেওয়া হবে।
৩৮ নম্বর ওয়ার্ডের ল্যাঙ্গুয়েজ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে বিকেল সাড়ে ৩টায়ও অন্তত তিনশ ভোটারের উপস্থিতি দেখা গেছে। কেন্দ্রটির দুই হাজার ২১৬ জন মোট ভোটারের সবাই নারী।
ল্যাঙ্গুয়েজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল আলীম বলেছেন, ‘সাড়ে ৩টা পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোট নেওয়া হয়ে গেছে। ৪টার পরও যতক্ষণ ভোটার থাকবেন ততক্ষণ ভোট নেওয়া হবে।’
খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়।
এর আগে ৩ নম্বর ওয়ার্ডের ২০ নম্বর কেন্দ্র হাতিমারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং নুসরাত জাহান বলেন, ‘সোয়া পাঁচ ঘণ্টায় ৩৭২ ভোটের মধ্যে ৯৮টি ভোট পড়েছে। প্রতি ভোটে ছয় থেকে সাত মিনিটের বেশি লেগে যাচ্ছে।’