ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত হারানোর বিষয়টি স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ডয়েচে ভেলে।
প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে ভয়াবহ লড়াইয়ের স্থান ছিল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত। তবে রোববার বাখমুত থেকে নিজেদের ক্ষমতা হারানোর বিষয়টি স্বীকার করেছেন জেলেনস্কি।
হিরোশিমায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনের সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইউক্রেন এখনও শহরটি নিয়ন্ত্রণ করে কি না, জেলেনস্কি উত্তর দিয়েছিলেন, ‘আমার মনে হয় না।’
শনিবার এক ঘোষণায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তার দেশের সৈন্যরা ওয়াগনার ভাড়াটে সৈন্যদের সঙ্গে নিয়ে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে।
রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শহরটি দখলের জন্য তার সেনাদের অভিনন্দন জানিয়েছেন।