সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন তরুণ, ঈদে আসার কথা ছিল দেশে

0
127
মেহেদী হাসান সৌদি আরবের রাজধানী রিয়াদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম মেহেদী হাসান (২৩)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার জয়পুর গ্রামের মো. রফিকুল ইসলাম দরবেশের ছেলে। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ১০ মিনিটে ছেলের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সংবাদ পান বাবা রফিকুল। কিছুক্ষণ পর ছেলের মৃত্যুর সংবাদ পান‌।

মেহেদীর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছর দুই মাস আগে দালালের মাধ্যমে সৌদি আরবে যান মেহেদী হাসান। ধারদেনা, ঘরের গরু ও মায়ের স্বর্ণালংকার বিক্রি করে ১১ লাখ টাকা খরচ করে তাঁকে বিদেশে পাঠায় পরিবার। ধীরে ধীরে সেসব ধার শোধ করছিলেন তিনি। আগামী পবিত্র ঈদুল আজহায় তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে তার আগে কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন তিনি।

মেহেদী হাসানের মা পপি আক্তার বলেন, ছেলে চলে যাওয়ায় এখন তাঁরা নিঃস্ব হয়ে গেলেন। সন্তানের লাশ দেশে আনতে সরকারের সহায়তা কামনা করেন এই মা।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা বলেন, প্রবাসী এই তরুণের লাশ দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলবেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.