ডিম ও মুরগির ন্যায্যমূল্য নির্ধারণ এবং পোলট্রি ফিডের দাম কমানোর দাবি জানিয়েছেন প্রান্তিক খামারি ও ডিলাররা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তাঁরা এসব দাবি জানান। প্রান্তিক ডিলার ও খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন এই কর্মসূচি আয়োজন করে।
সমাবেশে খামারিরা করপোরেট কোম্পানিগুলোর আধিপত্য বিস্তারের কারণে আন্তর্জাতিক বাজারে পোলট্রি ফিডের দাম কমলেও এ দেশে কমছে না বলে অভিযোগ করেন। তাঁরা বলেন, আসন্ন বাজেটে ২০ শতাংশ ডিম মুরগি উৎপাদনকারী সিন্ডিকেট করপোরেট গ্রুপগুলোর সব সুযোগ-সুবিধা বাতিল করে ৮০ শতাংশ উৎপাদনকারী প্রান্তিক পর্যায়ের খামারিদের সুরক্ষা দিতে হবে। একই সঙ্গে ক্ষুদ্র খামারিদের ১ হাজার কোটি টাকার তহবিল গঠন করে সব ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে উৎপাদনে ধরে রাখতে হবে।
তাঁরা আরও বলেন, কোম্পানিগুলোর কাছে ডিলার ও খামারিরা জিম্মি হয়ে পড়েছেন। সিন্ডিকেটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হলে ডিম-মুরগি বেশি দামে কিনতে হবে। অন্যদিকে পোলট্রি খামারিদের রক্ষায় প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিএলএস কর্মকর্তাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। তারা করপোরেটদের সব সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার, সহসভাপতি বাপ্পি কুমার দে প্রমুখ।