নিউজিল্যান্ডের হোস্টেলে আগুন, অন্তত ৬ জনের মৃত্যু

0
177
নিউজিল্যান্ডে আগুন

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের একটি হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনসের বরাতে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১২ টার দিকে ওয়েলিংটনের চারতলা লোফার্স লজ হোস্টেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ বলছে, বেশ কয়েকজনকে ভবন থেকে উদ্ধার করা হয়েছে। তবে অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে মৃতের সংখ্যা ১০ এর কম। তবে আমরা বিল্ডিংটিতে প্রবেশ না করা পর্যন্ত নির্দিষ্ট কিছু বলতে পারছি না।

দেশটির প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দমকলকর্মীরা জানান, তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন ভবনের উপরের তালায় আগুন জ্বলতে দেখেন। ভোর ৪ টার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ট্রাকের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিস্ট্রিক্ট কমান্ডার নিক পাইট এই আগুনকে ওয়েলিংটনের ‘সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন’ বলে বর্ণনা করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.