ছাদ ফুটো করে ঘরের মেঝেতে পড়ল উল্কাপিণ্ড

0
156
উল্কাপিণ্ড।

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে ছাদ ফুটো করে ঘরের মেঝেতে পড়া ধাতব বস্তুটি একটি উল্কাপিণ্ড।

স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন বিশেষজ্ঞরা এ তথ্য নিশ্চিত করেছেন। ছয় ইঞ্চি দৈর্ঘ্য ও চার ইঞ্চি প্রস্থের বস্তুটি নিয়ে রহস্য সৃষ্টি হয়েছিল। খবর এপির।

গত সোমবার নিউজার্সির হোপওয়েল শহরের একটি বাড়ির ছাদ ফুটো করে দুই দশমিক দুই পাউন্ড ওজনের বস্তুটি পড়ে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা দিকে ঘরের এক কোণে এটি দেখতে পান বাসিন্দারা। বড় আলুর আকৃতির বস্তুটি নিয়ে তাঁরা ধন্দে পড়ে যান। বিষয়টি জানাজানি হলে বিশেষজ্ঞরা শনাক্তের চেষ্টা শুরু করেন।

ছাদ ফুটো করে ঘরের মেঝেতে পড়ে উল্কাপিণ্ডটি

দেখতে কালো রঙের ধাতব বস্তুটি নিয়ে গবেষণায় নামেন মার্কিন বিশেষজ্ঞরা। বস্তুটির বাহ্যিক আকৃতি, ঘনত্ব পরিমাপ ও ইলেকট্রনিক মাউক্রোস্কোপ ব্যবহার করে চালানো হয় জোর পরীক্ষা-নিরীক্ষা। অবশেষে জানা যায়, বস্তুটি পৃথিবীর নয়। এটি মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড।

কলেজ অব নিউজার্সির পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান নাথান ম্যাগি বলেন, ‘কলেজের শিক্ষার্থী, অধ্যাপকসহ আমার জন্য উল্কাপিণ্ড পরীক্ষার সুযোগ ছিল বিরল ও রোমাঞ্চকর অভিজ্ঞতা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.