পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার দল মিথ্যাবাদী।’ শুক্রবার মন্ত্রিসভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন শাহবাজ শরিফ। খবর: ডন অনলাইন’র।
ইমরান খানের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অভিযোগের প্রতি ইঙ্গিত করে শাহবাজ শরিফ বলেন, জাতীয় নিরাপত্তা কমিটি এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে এসব অভিযোগ মিথ্যা।
পিটিআই নেতৃত্ব পাকিস্তানকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘আপনারা জানেন, আমাদের মুদ্রার মূল্যমান খারাপ সময় পার করছে। পরিস্থিতি আরও কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আগের সরকার আইএমএফের সঙ্গেকার চুক্তি ভঙ্গ করেছিল। আমরা সেগুলো ঠিকঠাক করার চেষ্টা করছি।’