ড. ইউনূসের কর ফাঁকির মামলা কার্যতালিকা থেকে বাদ

0
127
ড. মুহম্মদ ইউনূস।

ড. মুহম্মদ ইউনূসের ১১শ কোটি টাকার কর ফাঁকির মামলা কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। শুনানির সময় নির্ধারিত প্রশ্নে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব–উল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, জুন মাসের আগে এ মামলার শুনানি শেষ করতে হবে। কারণ বাজেটে এ রাজস্ব দেখাতে হবে। যদি এ মাসে তারিখ না দেওয়া হয়, তবে তিনি প্রধান বিচারপতির কাছে আবেদন করবেন। এ সময় আদালত মামলার দ্রুত শুনানি করতে পারবেন না এমন বিবেচনায় কার্যতালিকা থেকে বাদ দেন।

তিনি আরও জানান, দ্রুত শুনানি হওয়া প্রয়োজন, রাষ্ট্রপক্ষ শুনানির জন্য প্রস্তুত রয়েছে। এ মামলা দ্রুত শুনানির জন্য হাইকোর্টের অন্য বেঞ্চে শিগগিরই তিনি আবেদন করবেন।

অন্যদিকে ড. ইউনূসের আইনজীবী সরদার জিন্নাত আলী বলেন, দ্রুত শুনানির জন্য তারা প্রস্তুত নন, সময় প্রয়োজন।

এদিকে গত রোববার সরকারের পক্ষ থেকে হাইকোর্টে জানানো হয়, ড. ইউনূস ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১১শ’ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বরাত দিয়ে হাইকোর্টকে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, রাজস্ব দাবি করে এনবিআরের নোটিশ ও সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ড. ইউনূস হাইকোর্টে ২০১৭ সালে ২টি ও ২০২০ সালে একটি রিট করেন।

এনবিআরের তথ্যনুযায়ী, গ্রামীণ কল্যাণ ৫৭৬ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৮২৩ টাকা, গ্রামীণ কল্যাণের আরেকটিতে ৩৫৪ কোটি ৭৯ লাখ ৮৯ হাজার ৫৪৭ টাকা এবং গ্রামীণ টেলিকমের একটিতে ২১৫ কোটি টাকা সরকারের পাওনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.