বাসায় খাবার পাঠাবেন না, কেন বললেন বিটিএসের জাংকুক

0
146
জাংকুক

বিটিএসের তারকা গায়ক ও গীতিকার জাংকুকের বাসায় কে বা কারা ব্যাগভর্তি খাবার পাঠাচ্ছেন। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরেই মধুর বিড়ম্বনায় দিন কাটছে তাঁর। কোনো উপায় না পেয়ে ৪ মে দক্ষিণ কোরিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম উইভার্সে এক পোস্টে খাবার পাঠানো বন্ধের অনুরোধ করেছেন জাংকুক। খবর বিলবোর্ডের

অনলাইনে ফুড ডেলিভারি প্রতিষ্ঠানের মাধ্যমে জাংকুকের ঠিকানায় খাবার পাঠাচ্ছেন ভক্তরা। খাবার পাঠানোর জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন জাংকুক, তবে আরও পাঠালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাংকুক।
২৫ বছর বয়সী এ পপ তারকা লিখেছেন, ‘আমি খাবারগুলো খেতে পারছি না। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি খাবারগুলো আপনার জন্য কিনতে পারতেন। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আবারও খাবার পাঠালে রশিদ দেখে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

জাংকুকের পোস্টের পর টুইটারে ‘তাঁর গোপনীয়তাকে সম্মান করুন’ হ্যাশট্যাগে তাঁকে সমর্থন করছেন ভক্তরা। একজন লিখেছেন, ‘যিনি খাবার পাঠাচ্ছেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

২০১৩ সালে বিটিএসের সঙ্গে যাত্রা শুরু করেন জাংকুক। গত বছর বিটিএস থেকে সাময়িক বিরতি নেন সদস্যরা। ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিগ হিট মিউজিক জানিয়েছে, সদস্যরা একক ক্যারিয়ারে মনোযোগ দিতে আপাতত বিরতি নিয়েছেন।
বছরের শেষ ভাগে একক গান নিয়ে আসছেন জাংকুক। মাঝখানে কাতার বিশ্বকাপে গান পরিবেশন করতে দেখা গেছে তাঁকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.