পোর্ট সুদান থেকে সৌদি সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে সৌদি আরবের জেদ্দা শহরে যাচ্ছেন নারী, শিশু, প্রবীণ মিলিয়ে ১৩৫ বাংলাদেশি।
আজ রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার কিছু আগে সুদানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ এ কথা জানান। তিনি বলেন, কিছুক্ষণ পরেই উড়োজাহাজটি বাংলাদেশিদের নিয়ে যাত্রা শুরু করবে।
উড়োজাহাজটি জেদ্দার বাদশাহ আবদুল্লাহ বিমানঘাঁটিতে অবতরণ করবে বলেও জানান তারেক আহমেদ।
খার্তুম থেকে ৬৫০ বাংলাদেশি এখন পোর্ট সুদানে
সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে ১৫ এপ্রিল থেকে সংঘর্ষ চলছে। কয়েক সপ্তাহ ধরে চলা এ সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। সংঘর্ষে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও জাতিসংঘ কর্মী, মিসরের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টাও রয়েছেন।
সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন।