ইউরোপের পশ্চিম বলকান অঞ্চলের দেশ সার্বিয়ার একটি গ্রামে এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত আটজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সার্বিয়ার দুবোনা গ্রামে এ হামলা হয়। সন্দেহভাজনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
উরোস বি, নামের ২১ বছর বয়সি সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাতিস্লাভ গ্যাসিক। যুবকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদিন আগে গত বুধবার সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের একটি স্কুলে এলোপাতাড়ি গুলিবর্ষণে আট শিশুশিক্ষার্থী ও এক নিরাপত্তারক্ষী নিহত হয়।