পাকিস্তানে গুলিতে ৭ শিক্ষক নিহত

0
126
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলা হাসপাতালের সামনে মানুষজনের ভিড়। ছবি: ডন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় বৃহস্পতিবার গুলিবিদ্ধ হয়ে সাত শিক্ষকসহ আটজন নিহত হয়েছেন। জেলা হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট কাইসার আব্বাস নিহতের তথ্য দেন। খবর: ডন অনলাইন’র।

কুররাম জেলা সদরের সালোজান রোডে গুলিতে একজন মারা যান। পরে প্রায় ছয় কিলোমিটার দূরের আরেকটি স্থানে গুলিবর্ষণের ঘটনায় সাত শিক্ষকের প্রাণহানি ঘটে।

পাকিস্তানে ইদানীং সন্ত্রাসবাদের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে সরকারের সঙ্গে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) যুদ্ধবিরতির মেয়াদ গত নভেম্বরে শেষ হওয়ার পর খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে।

এক প্রতিবেদনের বরাতে ডন জানায়, এ বছরের জানুয়ারিতে পাকিস্তানজুড়ে ৪৪টি সন্ত্রাসী হামলায় ১৩৪ জনের প্রাণহানি হয়। ২০১৮ সালের পর এটিই সর্বোচ্চ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.