মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী এবং ভারতীয়-বংশোদ্ভূত অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশ্বব্যাংকের ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ বুধবার সংস্থার নতুন প্রেসিডেন্ট হিসেবে তাকে নির্বাচিত করে।
আগামী ২ জুন অজয় বাঙ্গার ৫ বছরের কার্যকাল শুরু হচ্ছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। তিনি ডেভিড ম্যালপাসের স্থলাভিষিক্ত হবেন।
গত ফেব্রুয়ারিতে অজয় বাঙ্গাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনীত করেন জো বাইডেন। তখন প্রেসিডেন্ট হিসেবে তার নির্বাচিত হওয়ার বিষয়টি ছিল কেবল সময়ের অপেক্ষা।