বাইজু’স সিইওর বাড়ি ও দপ্তরে ইডির তল্লাশি

0
139
বাইজু’স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বাইজু রবীন্দ্রন

ভারতীয় শিক্ষা-প্রযুক্তি প্রতিষ্ঠান বাইজু’স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বাইজু রবীন্দ্রনের দপ্তর ও বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) ভঙ্গ করার অভিযোগে আজ শনিবার বেঙ্গালুরুর দুটি বাণিজ্যিক ভবন ও একটি আবাসিক ভবনে তল্লাশি চালান ইডির কর্মকর্তারা। ওই আইনে করা মামলায় রবীন্দ্রন ও তাঁর কোম্পানি থিংক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেডের সম্পৃক্ততার জেরে এ তল্লাশি চালানো হয়।

চাকরি হারানো ভারতীয়রা পাল্টা জবাবের পথ খুঁজছেন

ইডি জানিয়েছে, তল্লাশির সময় বেশ কিছু অপরাধমূলক নথি ও তথ্য জব্দ করা হয়েছে।
ইডির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে বাইজু’স আনুমানিক ২৮ হাজার কোটি রুপি বিদেশি বিনিয়োগ পেয়েছে। একই সময়ে প্রতিষ্ঠানটি বিনিয়োগের নামে বিদেশে পাঠিয়েছে প্রায় ৯ হাজার ৭৫৪ কোটি রুপি।

বাইজু’স-এর এসব লেনদেনের বৈধতা নিয়ে অভিযোগ রয়েছে।

ইডি আরও জানিয়েছে, ২০২০-২১ সালের আগে প্রতিষ্ঠানটি তাদের আর্থিক লেনদেনের বার্ষিক নথি তৈরি করেনি। এমনকি তাদের অ্যাকাউন্টগুলোর নিরীক্ষাও করানো হয়নি।

এটা আইনের লঙ্ঘন। কেননা, লেনদেনের স্বচ্ছতা বজায় রাখার জন্য এসব করা আইনত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.