চাঁদাবাজি এড়াতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল বাবা ও ছেলের

0
128
সড়ক দুর্ঘটনা

বগুড়ার আদমদীঘি উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইন্দইল সেতুর কাছে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, সড়কে হাতি দাঁড় করিয়ে মাহুত চাঁদা আদায় করছিলেন। পাশ কাটিয়ে দ্রুত চলে যেতে চাইলে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, আদমদীঘি আদমিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও লক্ষ্মীকোল গ্রামের জাহিদুর রহমান (৪৭) ও তাঁর বাবা লোকমান আলী (৭২)। পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। তবে কাভার্ড ভ্যানের চালক পলাতক। হাতির মাহুতকেও আটক করা হয়েছে।

স্থানীয় লোকজন বলেন, জাহিদুর ও লোকমান আলী বাড়ি থেকে মোটরসাইকেল করে মাদ্রাসায় যাচ্ছিলেন। জাহিদুর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। পথে ইন্দইল সেতুর এক মাহুত হাতি নিয়ে যানবাহন আটকিয়ে চাঁদাবাজি করছিলেন। জাহিদুর তা দেখে চাঁদাবাজি থেকে রক্ষা পাওয়ার জন্য হাতির পাশ কাটিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই লোকমান আলী নিহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জাহিদুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদমদীঘি আদমিয়া ফাজিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আলী আহসান বলেন, দুর্ঘটনায় তাঁর প্রতিষ্ঠানের এক মেধাবী শিক্ষক ও তাঁর বাবার প্রাণ গেছে। তিনি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনার পর হাতির মাহুতকে স্থানীয় লোকজন ধরে মারধর করেন। পুলিশ মাহুত ও হাতিটিকে উদ্ধার করে থানা-হেফাজতে নিয়েছে। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.