রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার ৪ সদস্য গ্রেপ্তার

0
162
গ্রেপ্তার চার আরসা সদস্য।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার থেকে শুক্রবার সকাল পর্যন্ত উখিয়ার ক্যাম্প-৭ এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উখিয়ার ক্যাম্প-২ ইস্ট এর সাব ব্লক বি/ডাব্লিউ এর মৃত মোহাম্মদ সৈয়দের ছেলে মো. জোবায়ের (২০), ক্যাম্প-৬ এর সাব ব্লক ডি/৮ এর মৃত কামাল হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২৫), ক্যাম্প ৫ এলাকার ডি/৮ ব্লকের জোবায়ের আহমেদের মেয়ে মোসাম্মদ বিবি (১৬) এবং একই এলাকার মৃত সালেহ আহমেদের স্ত্রী জামিলা বেগম (৪৮)।

শুক্রবার এসব তথ্য জানান এফডিএমএন-এর ডিআইজি মো. জামিল হাসান।

ডিআইজি মো. জামিল হাসান জানান, আরসা নেতা ছমিউদ্দিনসহ ১০-১৫ জন ক্যাম্প-৭ এ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তারা পুলিশের উপস্থিতি টের পায়। তখন পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করতে থাকলে আরসা নেতারা পালিয়ে যায়। এ সময় তাদের এক সদস্য গুলিবিদ্ধ হয়।

তিনি আরও জানান, এ ঘটনার সূত্র ধরে ক্যাম্প-৫ ও ৬ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শুক্রবার সকাল ৭টার দিকে ক্যাম্প-৫ থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল তল্লাশি করে ৪টি শুটারগান, ৩০টি চায়না রাইফেলের গুলি, ২৭টি পিস্তলের গুলি, ৫টি শটগানের কার্তুজ, ৩টি খালি ম্যাগাজিন, ৪টি ওয়াকিটকি, ৫টি মোবাইল ও একটি চাকু উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে আটক ব্যক্তিসহ উদ্ধার করা অস্ত্র-গুলি থানায় হস্তান্তর করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.