বাংলাদেশ ও জাপানের ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের সম্পর্ককে আরও উচ্চ স্তরে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘জাপানের সঙ্গে গত ৫০ বছরের ঈর্ষণীয় সহযোগিতার বিষয়টি আগামী পঞ্চাশ বছর পরেও অনুপ্রেরণা হয়ে থাকবে। আসুন, আমাদের ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ককে পরবর্তী উচ্চ স্তরে নিয়ে যাই।’
আজ বৃহস্পতিবার সকালে টোকিওর ওয়েস্টিনের সাকুরায় নির্বাচিত জাপানি ব্যবসায়ীদের (সিইও) সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর- বাসস।
- বাংলাদেশ বিনিয়োগের আঞ্চলিক কেন্দ্র হতে যাচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, গত পাঁচ দশকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টান্তমূলক ফলাফল দেখে আগামীতেও বাংলাদেশে আমরা জাপানের উল্লেখযোগ্য ভূমিকা প্রত্যাশা করি।