রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার দুই ডেপুটি গত রোববার মারা গেছেন।
মারা যাওয়া দুই ব্যক্তি হলেন নিকোলাই বোর্টসভ (৭৭) ও জাশারবেক উজদেনভ (৫৭)। দুজনই দেশটির ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া দলের রাজনীতিক ছিলেন। তাঁরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত ছিলেন।
বোর্টসভ ২০০৩ সাল থেকে স্টেট দুমার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি গত রোববার রাশিয়ার লিপেটস্ক অঞ্চলে তাঁর বাড়িতে মারা যান। তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি। একই দিনে মারা যাওয়া উজদেনভ গুরুতর ও দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছিলেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এ হামলা শুরুর পর রাশিয়ার বেশ কয়েক বিশিষ্ট ব্যক্তির ব্যাখ্যাতীত ও অস্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিনের সঙ্গে যুক্ত কতিপয় উচ্চপর্যায়ের ব্যক্তিসহ অন্তত ২০ রুশ নাগরিক রহস্যজনক পরিস্থিতিতে মারা গেছেন।
গত রোববার মারা যাওয়া বোর্টসভ রাশিয়ার অন্যতম ধনী কর্মকর্তা ছিলেন।
লাটভিয়াভিত্তিক এক সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৫৫০ মিলিয়ন ডলার। তিনি ২০২১ সালে ফোর্বসের রাশিয়ার ১০০ ধনী ফেডারেল কর্মকর্তার তালিকায় ছিলেন।
ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে বোর্টসভের ওপর যুক্তরাষ্ট্রসহ অন্য পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা দিয়েছিল।
রাশিয়ার পার্লামেন্টের বাস্তুসংস্থান, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশগত সুরক্ষা–সম্পর্কিত কমিটির সদস্য ছিলেন উজদেনভ। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের জেরে তিনিও যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের নিষেধাজ্ঞায় পড়েছিলেন।