মন্ত্রীর মতবিনিময় সভায় স্লোগান দেওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, পরে সংঘর্ষে নিহত ১

0
138
হত্যা

রংপুরের কাউনিয়ায় ঈদ উপলক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির মতবিনিময় সভায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সোনা মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার খানসামারহাটের ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের মাঠের সামনে এ হত্যার ঘটনা ঘটে। এর আগে বিকেলে একই মাঠে মন্ত্রীর মতবিনিময় সভায় স্লোগান দেওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থতিতে মতবিনিময় সভা না করে ঘটনাস্থল থেকে চলে যান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিহত সোনা মিয়া হারাগাছের নজিরদহ নয়াটারী এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার অনুসারী বলে দলীয় সূত্রে জানা গেছে।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সুলতানা রাজিয়া আজ মঙ্গলবার সকালে বলেন, এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে কাউনিয়া উপজেলার ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আগমনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ভূত পরিস্থতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মতবিনিময় সভা না করে ঘটনাস্থল থেকে চলে যান।

মন্ত্রী চলে যাওয়ার পর এ ঘটনার জের ধরে রাত আটটার দিকে উভয় পক্ষের মধ্যে খানসামা হাট ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠের সামনে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে লাঠির আঘাতে সোনা মিয়া ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তাঁর নাম মোজাম্মেল হক (৬৫)। তিনি কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.