ঈদের দ্বিতীয় দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল

0
130
ঈদের দ্বিতীয় দিনে মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় হাজারো মানুষের উপচে পড়া ভিড়

ঈদের দ্বিতীয় দিন আজ রোববার রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় হাজারো মানুষের উপচে পড়া ভিড়। রোববার দুপুরে দেখা যায়, দর্শনার্থীদের চাপে চিড়িয়াখানার সামনের আধা কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। ফুটপাত দিয়ে হেঁটে হাজারো মানুষ চিড়িয়াখানার উদ্দেশে যাচ্ছেন।

চিড়িয়াখানার মূল ফটকের সামনেও হাজারো মানুষ। মানুষের ঢল সামাল দিতে চিড়িয়াখানার প্রধান ফটকসহ সব কটি ফটক খুলে দেওয়া হয়েছে।

চিড়িয়াখানাসংলগ্ন ফুটপাত ও ফাঁকা জায়গায় ভ্রাম্যমাণ দোকানপাটের কারণে মানুষের ভোগান্তি বেশি হচ্ছে।

দর্শনার্থীদের চাপে রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সামনের এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে
দর্শনার্থীদের চাপে রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সামনের এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছেছবি: প্রদীপ সরকার

স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে রাজধানীর দক্ষিণখান থেকে সকাল ১০টার দিকে ঘুরতে এসেছিলেন ব্যবসায়ী গোলাম জিলানী। তিনি বলেন, ‘চিড়িয়াখানায় এসে মোটামুটি ভালোই লেগেছে। তবে ভেতরে অনেক ভিড়। এখন সোজা বাসায় চলে যাব।’

ঢাকা মহানগরীর বাইরে থেকেও অনেকে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন। দুই ছেলেকে নিয়ে সাভার থেকে এসেছেন সুবল চন্দ্র শীল। তিনি বলেন, ‘এখন ছুটি আছে, আবার গ্রামেও যাইনি। ছেলেরা ঘুরতে আসতে চাইছিল, তাই নিয়ে এলাম।’

দর্শনার্থীদের চাপের কারণে অনেকেই হারিয়ে যাচ্ছেন। মাইকে হারিয়ে যাওয়া ব্যক্তির খোঁজ চাওয়া হচ্ছে, আবার কাউকে একা পাওয়া গেলে তার স্বজনদের খোঁজ চাওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিবছরই ঈদের পরদিন চিড়িয়াখানায় দর্শনার্থীর চাপ বেশি থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। গতকালের চেয়ে আজ দর্শনার্থীর চাপ অনেক বেশি। গতকাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন এখানে প্রায় এক লাখ দর্শনার্থীর আগমন ঘটেছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.