বাবার সঙ্গে ঈদগাহে সাকিব আল হাসান, মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

0
135
ঈদের নামাজ আদায় করতে মাগুরা শহরের নোমানী ময়দান কেন্দ্রীয় ঈদগাহে ক্রিকেটার সাকিব আল হাসান। আজ শনিবার সকালে

মাগুরা শহরের নোমানী ময়দান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ সময় তিনি দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

দীর্ঘদিন পর এবার মাগুরায় ঈদ করছেন সাকিব আল হাসান। সবশেষ ২০১৭ সালে নিজ শহরে ঈদ করেছিলেন তিনি। আইপিএলে না যাওয়ায় ও ছুটি থাকার কারণে এবার মা–বাবার সঙ্গে ঈদ করছেন সাকিব আল হাসান। গত বৃহস্পতিবার বিকেলে তিনি মাগুরায় আসেন। ঈদ শেষে তিনি যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে যাবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মাগুরায় আজ শনিবার নোমানী ময়দানে সকাল ৯টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় মসজিদের হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান। ঈদের নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত করা হয়।

নোমানী ময়দানে ঈদের নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত করা হয়
নোমানী ময়দানে ঈদের নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত করা হয়

এ জামাতে টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশিদ হাদয়ারসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ নামাজ আদায় করেন। এ সময় সাকিবের সঙ্গে তাঁর বাবা মাশরুর রেজা কুটিল ও ফুফাতো ভাই রাব্বি আমিন নামাজ আদায় করেন। নামাজ শেষে সাকিব জেলা প্রশাসকসহ উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

সাকিব আল হাসান দীর্ঘদিন পর ঈদ করতে মাগুরায়

সাকিব আল হাসানের কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বাড়িতে পৌঁছে বিকেলেই মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর বন্ধুদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি। সন্ধ্যায় আবারও বন্ধুদের সঙ্গে আড্ডা দেন সাকিব আল হাসান।

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ঈদ করতে মাগুরায় এসেছেন। বন্ধুদের সঙ্গে আড্ডায় সময় পার করছেন তিনি
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ঈদ করতে মাগুরায় এসেছেন। বন্ধুদের সঙ্গে আড্ডায় সময় পার করছেন তিনিছবি: সাকিবের বন্ধু খান নয়নের

ক্রিকেটার সাকিবের বন্ধুরা জানিয়েছেন, দীর্ঘদিন পর সবার সঙ্গে দেখা হওয়ায় সাকিবসহ সবাই ভীষণ আনন্দিত। শৈশবের নানা স্মৃতিচারণা ও আড্ডায় দারুণ সময় পার করছেন তাঁরা। তিন সন্তানসহ সাকিবের স্ত্রী যুক্তরাষ্ট্রে আছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.