বিরল সংকর সূর্যগ্রহণ

0
129
একপর্যায়ে পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে ঢেকে ফেলে, যা ৫৮ সেকেন্ড স্থায়ী ছিল। এক্সমাউথ, পশ্চিম অস্ট্রেলিয়া, ছবি: এএফপি

আজ বৃহস্পতিবার এ বছরের প্রথম পূর্ণ সূর্যগ্রহণ হলো। একুশ শতকের পুরো ১০০ বছরে এ রকম সংকর সূর্যগ্রহণ হবে মাত্র সাতবার। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই বিরল দৃশ্য দেখা গেছে। এই সূর্যগ্রহণ দেখতে আগ্রহীরা ভিড় করেন বিভিন্ন জায়গায়। উপভোগ করেছেন বিরল এই দৃশ্য। ছবিতে তুলে ধরা হলো সেই বিশেষ সময়।

 বিরল সংকর সূর্যগ্রহণ দেখতে বিশেষ চশমা পরে সূর্যের দিকে তাকিয়ে আছে মানুষ। প্ল্যানেটেরিয়াম, জাকার্তা, ইন্দোনেশিয়া
বিরল সংকর সূর্যগ্রহণ দেখতে বিশেষ চশমা পরে সূর্যের দিকে তাকিয়ে আছে মানুষ। প্ল্যানেটেরিয়াম, জাকার্তা, ইন্দোনেশিয়া, ছবি: রয়টার্স

সৌর ফিল্টার ব্যবহার করে সূর্যগ্রহণের দৃশ্য দেখছে মানুষ। পাদাং, ইন্দোনেশিয়া
সৌর ফিল্টার ব্যবহার করে সূর্যগ্রহণের দৃশ্য দেখছে মানুষ। পাদাং, ইন্দোনেশিয়া, ছবি: রয়টার্স

সূর্যগ্রহণের সময় এগোলে এমন দৃশ্য দেখা যায়। জাকার্তা, ইন্দোনেশিয়া
সূর্যগ্রহণের সময় এগোলে এমন দৃশ্য দেখা যায়। জাকার্তা, ইন্দোনেশিয়া, ছবি: রয়টার্স

সূর্যগ্রহণ দেখা যাচ্ছে, এমন একটি জায়গায় সূর্যগ্রহণ দেখতে মানুষের ভিড়। এক্সমাউথ, পশ্চিম অস্ট্রেলিয়া
সূর্যগ্রহণ দেখা যাচ্ছে, এমন একটি জায়গায় সূর্যগ্রহণ দেখতে মানুষের ভিড়। এক্সমাউথ, পশ্চিম অস্ট্রেলিয়া, ছবি: রয়টার্স

সংকর সূর্যগ্রহণের আরেকটি মুহূর্ত। জাকার্তা, ইন্দোনেশিয়া
সংকর সূর্যগ্রহণের আরেকটি মুহূর্ত। জাকার্তা, ইন্দোনেশিয়া, ছবি: রয়টার্স

চোখে বিশেষ চশমা ব্যবহার করে সূর্যগ্রহণ দেখছে মানুষ। দিলি, পূর্ব তিমুর
চোখে বিশেষ চশমা ব্যবহার করে সূর্যগ্রহণ দেখছে মানুষ। দিলি, পূর্ব তিমুর, ছবি: এএফপি

সূর্যগ্রহণের একটি মুহূর্তের ছবি। বালি, ইন্দোনেশিয়া
সূর্যগ্রহণের একটি মুহূর্তের ছবি। বালি, ইন্দোনেশিয়া, ছবি: এএফপি

আংশিক সূর্যগ্রহণ দেখছে শিশুরা। সুরাবায়া, ইন্দোনেশিয়া
আংশিক সূর্যগ্রহণ দেখছে শিশুরা। সুরাবায়া, ইন্দোনেশিয়া, ছবি: এএফপি

 আংশিক সূর্যগ্রহণের একটি মুহূর্ত। বালি, ইন্দোনেশিয়া
আংশিক সূর্যগ্রহণের একটি মুহূর্ত। বালি, ইন্দোনেশিয়া, ছবি: এএফপি

পূর্ণ সূর্যগ্রহণের চিত্র। এক্সমাউথ, পশ্চিম অস্ট্রেলিয়া
পূর্ণ সূর্যগ্রহণের চিত্র। এক্সমাউথ, পশ্চিম অস্ট্রেলিয়া, ছবি: রয়টার্স

একপর্যায়ে পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে ঢেকে ফেলে, যা ৫৮ সেকেন্ড স্থায়ী ছিল। এক্সমাউথ, পশ্চিম অস্ট্রেলিয়া
একপর্যায়ে পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে ঢেকে ফেলে, যা ৫৮ সেকেন্ড স্থায়ী ছিল। এক্সমাউথ, পশ্চিম অস্ট্রেলিয়া, ছবি: এএফপি

পূর্ণ সূর্যগ্রহণের আরেকটি মুহূর্ত। এক্সমাউথ, পশ্চিম অস্ট্রেলিয়া
পূর্ণ সূর্যগ্রহণের আরেকটি মুহূর্ত। এক্সমাউথ, পশ্চিম অস্ট্রেলিয়া, ছবি: রয়টার্স

পূর্ণ সূর্যগ্রহণে শেষ দিকের ছবি। ম্যানিলা, ফিলিপাইন
পূর্ণ সূর্যগ্রহণে শেষ দিকের ছবি। ম্যানিলা, ফিলিপাইন, ছবি: রয়টার্স

পূর্ণ সূর্যগ্রহণ শেষে আবার বেরিয়ে আসছে সূর্য। তাইপে, তাইওয়ান
পূর্ণ সূর্যগ্রহণ শেষে আবার বেরিয়ে আসছে সূর্য। তাইপে, তাইওয়ান, ছবি: রয়টার্স

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.