টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ নিহত ৪

0
174
টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনা।

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে।

নিহতের স্বজনরা জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রেল লাইন দিয়ে হেঁটে যাকাতের কাপড় আনতে তারা সল্লা যাচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল জিআরপি পুলিশের এএসআই ফজলুল হক বলেন, অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.