সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা

0
148
প্রতীকী ছবি: আশরাফুল আলম

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষা আগামী ২১ মে শুরু হবে। পরীক্ষা চলবে ৩১ মে পর্যন্ত। পরীক্ষার্থীদের জন্য কয়েকটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর।

পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এ পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

  • প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষার দিন প্রবেশপত্রসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। প্রবেশপত্রের নির্দেশাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
  • পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
  • লিখিত পরীক্ষার প্রশ্ন বিতরণের ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষা শুরু ২১ মে

  • প্রবেশপত্রের ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবির মিল না থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
  • পরীক্ষাকেন্দ্রে ব্যাগ, ওয়ালেট/মানিব্যাগ, বই, ক্যালকুলেটর, ইলেকট্রনিক/হাত ঘড়ি, মোবাইল ফোন এবং তথ্য আদান-প্রদানে ব্যবহারযোগ্য অন্য কোনো ধরনের ডিভাইস সঙ্গে রাখা/আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

  • কোনো পরীক্ষার্থী পরীক্ষায় নকল করলে বা অন্য কোনোভাবে অসদুপায় অবলম্বন করলে বা কোনো অসদাচরণ করলে তাঁকে সংশ্লিষ্ট পরীক্ষা ও পরবর্তী সব পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণাসহ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • প্রতিদিনের হাজিরা, উত্তরপত্রসহ সব কাগজপত্রে পরীক্ষার্থীর স্বাক্ষর একই ধরনের হতে হবে।
  • পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণের পরবর্তী এক ঘণ্টার মধ্যে কোনো উত্তরপত্র জমা দেওয়া যাবে না।

দেড় বছর পর মাউশির একটি পদের লিখিতের ফল প্রকাশ, উত্তীর্ণ ৯,৭৬৭

  • কোনো পরীক্ষার্থী জরুরি প্রয়োজনে পরীক্ষা শুরুর প্রথম এক ঘণ্টার পর দায়িত্ব পালনকারী পরিদর্শকের অনুমতি নিয়ে স্বল্প সময়ের জন্য পরীক্ষাকক্ষের বাইরে যেতে পারবেন।
  • সব পরীক্ষার্থীকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা হলে আসতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.