রাজধানীর নিউ সুপার মার্কেটের ধ্বংসস্তূপে কোথাও আগুন আছে কি না তা অনুসন্ধান করছে ফায়ার সার্ভিস। কোথাও আগুন বা ধোঁয়ার সন্ধান পেলেই পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ঢাকার ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, রাজধানীর নিউ মার্কেটে লাগা আগুন রাত নয়টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ধ্বংসস্তূপে কোথাও আগুন আছে কি না তার অনুসন্ধান চলছে।
এর আগে, শনিবার ভোরে রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরও ১২টি ইউনিট তাতে যোগ দেয়।
পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে।
নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় তার আশপাশের সকল সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় আশপাশের প্রায় অর্ধশত মার্কেট।