একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে স্মোক বোমা ছোড়া হয়েছে।
জাপানের বার্তা সংস্থা কিয়োডোতে প্রকাশিত খবরের বরাত দিয়ে আজ শনিবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার জাপানের ওয়াকাইয়ামা প্রশাসনিক এলাকায় প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
তবে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অক্ষত রয়েছেন এবং তাকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন।
এর আগে গত বছরের জুলাইয়ে একটি সভায় বক্তব্য দেওয়া সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়।