৫০০ দিন গুহায় কাটিয়ে বের হলেন অ্যাথলেট বিট্রিজ ফ্লামিনি

0
141
অ্যাথলেট বিট্রিজ ফ্লামিনি

এক স্প্যানিশ অ্যাথলেট কোন প্রকার মানুষের সংস্পর্শ ছাড়া ৫০০ দিন গুহায় কাটিয়ে বেরিয়ে এসেছেন। ধারণা করা হচ্ছে এটি বিশ্ব রেকর্ড হতে পারে।

বিট্রিজ ফ্লামিনি নামের ওই অ্যাথলেট যখন গ্রানাডার গুহায় প্রবেশ করেছিলেন, তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়নি। এমনকি বিশ্ব তখনও করোনা মহামারির কবলে ছিলো। খবর বিবিসির

গুহা থেকে বেরিয়ে আসার পর বিট্রিজ ফ্লামিনি বলেন, আমি ২০২১ সালের ২১ নভেম্বর থেকে গুহায় আটকে রয়েছি। আমি বিশ্বের কোন কিছুই জানিনা।’

ফ্লামিনির বয়স এখন ৫০, তিনি ৪৮ বছর বয়সে গুহায় প্রবেশ করেছিলেন। তিনি তার সময় কাটিয়েছেন ৭০ মিটার গভীর একটি গুহায়। তিনি সেখানে ব্যায়াম করতেন, উল টুপি বুনে সময় কাটাতেন। তিনি ৬০ টি বই এবং এক হাজার লিটার পানি নিয়ে প্রবেশ করেন।

তবে তাকে সবসময় একদল মনোবিজ্ঞানী, গবেষক, স্পিলিওলজিস্ট-গুহা বিশেষজ্ঞদের দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছিল। যদিও তারা কেউই তার সঙ্গে যোগাযোগ করেননি।

স্প্যানিশ টিভিই স্টেশনের ফুটেজে দেখা গেছে, তিনি গুহা থেকে বের হয়েই তার টিমকে আলিঙ্গন করেন।

তিনি তার এই অভিজ্ঞতাকে চমৎকার এবং অপরাজেয় হিসেবে র্ব্ণনা করেন। তিনি বলেন, আমি দেড় বছরের বেশি সময় ধরে কারো সঙ্গে কথা বলিনি, কেবল নিজের সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, আমি আমার ভারসাম্য হারিয়ে ফেলেছি। আমি অনেকদিন জল স্পর্শ করিনি, আমাকে গোসল করতে দেন। তারপর আমি আপনাদের সঙ্গে দেখা করবো।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.