ঈদের আগে-পরে ১২ দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

0
167
প্রতীকী ছবি

ঈদের আগে ও পরে সবমিলিয়ে ১২ দিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘণ্টাই খোলা থাকবে বলে জানিয়েছেন  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে আজ রোববার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, ঈদের আগে পাঁচদিন এবং পরে সাতদিন ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে।

সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের ওপর গুরাত্বারোপ করেন। তিনি বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা কীভাবে কার্যকর করা যায় সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ওবায়দুল কাদের বলেন, যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে।

গাজীপুর প্রথম অগ্রাধিকার- একথা উল্লেখ করে তিনি বিআরটি প্রকল্পের রাস্তা যেন চলাচল যোগ্য থাকে সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

আগামী অক্টোবর-নভেম্বর মাসে ঢাকায় একশ’ বৈদ্যুতিক বাস চলবে উল্লেখ করে সভায় মন্ত্রী যার যা দায়িত্ব তা যথাযথভাবে পালনের আহ্বান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.