ওসির ডাকে বিএনপির নেতা-কর্মীরা থানায়, এর মধ্যে কার্যালয়ে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

0
155
ককটেল বিস্ফোরণ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে নিয়ে আসা ৭ থেকে ৮ জন মুখোশধারী দুর্বৃত্ত বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ের আসবাব ও ব্যানার পুড়ে গেছে এবং ইফতারের সামগ্রী নষ্ট হয়েছে। পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

হামলার ঘটনার সময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারসহ সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা যায়, আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী যুগপৎ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। ওই কর্মসূচি শেষে নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করা বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন। বিএনপির নেতা–কর্মীদের অভিযোগ, বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচি বানচাল করতে প্রথমে উপজেলা আওয়ামী লীগ পাল্টা কর্মসূচির ডাক দিয়েছে এবং পরে বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করেছে।

উপজেলা বিএনপির নেতা–কর্মীরা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে এই কর্মসূচি বানচাল করতে বিএনপির কার্যালয়ের সামনে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে একটি পেট্রল পাম্পে উপজেলা আওয়ামী লীগ ইফতার মাহফিলের আয়োজন করে। পরে কর্মসূচি পালনের জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে বগুড়ার পুলিশ সুপার ও নন্দীগ্রাম থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ দলীয় কার্যালয়ের বাইরে কর্মসূচি পালনের অনুমতি না দিয়ে কার্যালয়ের ভেতরে ঘরোয়াভাবে কর্মসূচি পালনের মৌখিক অনুমতি দেয়।

বিএনপির সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অবস্থান কর্মসূচি শেষে হাজারখানেক নেতা–কর্মীর জন্য ইফতার আয়োজনের প্রস্ততি নেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে কথা বলার জন্য থানার ওসি তাঁর কার্যালয়ে বিএনপির নেতাদের ডেকেছিলেন। ওসির সঙ্গে দেখা করতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ থেকে ১৫ জন নেতা–কর্মী গতকাল রাত ৯টার দিকে থানায় যান। ওই সময় দলীয় কার্যালয়ে শুধু রান্নার বাবুর্চিরা ছিলেন। এই সুযোগে সাত থেকে আটজন মুখোশধারী সন্ত্রাসী বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। এরপর সন্ত্রাসীরা সেখানে ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে সেখান থেকে চলে যায়।

খবর পেয়ে নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন ও দলীয় নেতা–কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে কর্মসূচির ব্যানার ও কার্যালয়ের কিছু আসবাব পুড়ে যায়। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার অভিযোগ করে বলেন, বিএনপির অবস্থান কর্মসূচি বানচাল করতেই আওয়ামী লীগের লোকজন এই হামলা ও অগ্নিসংযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তাঁরা সাড়া দেননি। তবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার বলেন, বিএনপির কর্মসূচি ভন্ডুল করতে পাল্টা কর্মসূচি দেওয়ার অভিযোগটি সঠিক নয়। আর বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা সাজানো নাটক। নন্দীগ্রামে দলীয় কর্মসূচি পালনের মতো তাদের (বিএনপি) কোনো নেতা-কর্মী নেই। তারা এখানে কোনো সফল কর্মসূচি পালন করতে পারেনি। নিজেদের ব্যর্থতা ঢাকতে নিজেরা অগ্নিসংযোগের নাটক সাজিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর কৌশল নিয়েছে।

ওসি আনোয়ার হোসেন বলেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনের একটি পেট্রল পাম্পে ইফতার মাহফিলের আয়োজনের কথা জানিয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। তাই আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বিএনপির নেতা–কর্মীদের দলীয় কার্যালয়ের ভেতরে কর্মসূচি পালনের জন্য বলা হয়েছিল। পরে বিএনপিও দলীয় নেতা–কর্মীদের নিয়ে ইফতারের আয়োজনের কথা জানায়। পবিত্র রমজান মাসে কোনোভাবেই যেন আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে জন্য বিএনপির নেতাদের থানায় ডাকা হয়েছিল। সেখানে থাকাবস্থায় মুখোশধারী দুর্বত্তরা কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে বলে খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.