চট্টগ্রামে পাহাড় কাটার সময় ধস, নিহত ১

0
151
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার বেলতলি এলাকায় পাহাড় কাটার সময় ধসের এই ঘটনা ঘটেছে

চট্টগ্রাম নগরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন শ্রমিক।

আজ শুক্রবার বিকেলে নগরের আকবর শাহ থানার বেলতলি এলাকায় পাহাড় কাটার সময় ধসের এই ঘটনা ঘটে।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, পাহাড় কেটে রাস্তা করার সময় শ্রমিকদের ওপর পাহাড় ধসে পড়ে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের স্টেশন অফিসার এনামুল হক জানান, একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও কয়েকজন শ্রমিক নিখোঁজ আছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

পাহাড় ধসে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস

পাহাড় ধসে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস
ছবি: জুয়েল শীল

খোকা (৪৫) নামের ওই শ্রমিককে চট্টগ্রাম মেডিকেলে আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেছেন। মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম এ তথ্য জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.