মেয়েদের পুরস্কারের চেক নিয়ে টানাহ্যাঁচড়া

0
159
সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

ছয় মাস হয়ে গেল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসনে বসেছেন বাংলাদেশের মেয়েরা। সাবিনা খাতুনদের ঐতিহাসিক সাফল্যে তখন অনেক প্রতিষ্ঠান অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছিল। কেউ কেউ ঘোষিত পুরস্কারের অর্থ দিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৫০ লাখ টাকা পুরস্কার পাননি বলে প্রায়ই বলে এসেছেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

কিন্তু বিসিবি থেকে বলা হয়েছে, মেয়েদের প্রত্যেকের নামে চেক প্রস্তুত থাকলেও বাফুফে থেকে কোনো সময় বের করছে না, তা হস্তান্তর করার। ক্রিকেট বোর্ডের তথ্য অনুযায়ী, সাবিনা খাতুনরা সাফ জেতার পরের মাস অক্টোবরেই নাকি চেক প্রস্তুত করা হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বুধবার মিরপুরে বলেছেন, ‘চেক প্রস্তুত।’

মেয়েদের ৫০ লাখ টাকার চেক নিয়ে গণমাধ্যমে দেশের দুই শীর্ষ ক্রীড়া ফেডারেশনের কর্তাদের পাল্টাপাল্টি মন্তব্য ক্রীড়াঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। যদিও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গতকাল  জানান, ‘কীভাবে বিসিবির কাছ থেকে চেক নেব, তা বিসিবিকে কালই (বৃহস্পতিবার) জানাব।’

যেহেতু প্রত্যেক নারী ফুটবলারের নামে আলাদা আলাদা চেক ইস্যু করা। তাই বিসিবির চাওয়া বাফুফেতে না দিয়ে মেয়েদের হাতে চেক তুলে দিতে। এই ইচ্ছার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদের জানিয়েও দেন বিসিবি কর্তারা। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে ক্রিকেট বোর্ড সভাপতি পাপন দায় চাপান বাফুফে ওপরই, ‘ওরা (বাফুফে) নেয় না। বারবার বলা হচ্ছে তো। সুজনের (সিইও) সঙ্গে কথা বলেন, বলতে পারবে। আমাদের অক্টোবর মাসে চেক সই করা হয়েছে, একদম নামে, নামে। বাফুফেকে আমরা দেব না (মেয়েদের হাতে তুলে দিতে চান)। ওরা নিতে আসে না।  কয়দিন আগেও ওদের ফোন দেওয়া হয়েছে, ‘আসেন, নেন ভাই’। ওরা তো আসে না। এখন কী করবেন?”

বিসিবি চেক প্রস্তুত করেছে; কিন্তু বাফুফে সময় দিচ্ছে না– এমন প্রশ্ন করলে বিরক্ত হয়ে জবাব সালাউদ্দিনের, ‘চেক তারা কীভাবে দেবে, সেটা তাদের ব্যাপার। আমরা কেন এখানে এটা নিয়ে কথা বলব। আপনি তো আমাকে এই প্রশ্ন করতে পারেন না। চেক দেওয়ার এখতিয়ার সম্পূর্ণ বিসিবির, এখানে আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই।’

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। ‘আমার সঙ্গে নিজাম ভাইয়ের কথা হয়েছে। তিনি বলেছেন, চেকগুলো প্রস্তুত আছে, আপনারা কীভাবে নেবেন। মেয়েরা যদি আসে, কিংবা আমরা কি পাঠাই দেব কিনা? এটা যদি জানাতেন। বিসিবি দুটি অপশন দিয়েছে; চার-পাঁচজন মেয়ে এসে চেক নেবেন, অথবা সরাসরি পাঠিয়ে দেবে।’ জানান সোহাগ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.