চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৩ শতাংশ হতে পারে— এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আজ মঙ্গলবার ঢাকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এডিবি এ পূর্বাভাস দেয়। সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সন চ্যাং হং জানান, ২০২২-২৩ অর্থবছরে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ৭ শতাংশ হবে।