র্যাব রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করা হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, র্যাব নিরাপত্তার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে র্যাবকে ব্যবহার করা হচ্ছে না। সংস্থাটিকে নিয়ে জার্মানভিত্তিক সম্প্রচার সংস্থা ডয়চে ভেলে যে ভিডিও ডকুমেন্টারি প্রচার করেছে, তা শুধুই হাসির খোরাক জোগাচ্ছে।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, র্যাব তৈরি হয়েছিল এমন এক সময়, যখন দেশে ব্যাপক সন্ত্রাস ও জঙ্গিবাদ ছিল। সবার মনে আছে, এক দিনে ৬৪ জেলার ৬৩ জেলায় ৪৯৫টি বোমাবাজি হয়েছিল। জঙ্গিবাদের জন্য বাংলা ভাইয়ের জন্ম হয়েছিল। দেশের নিরাপত্তার স্বার্থে আমেরিকা ও ইউরোপের পরামর্শে ২০০৪ সালে র্যাব গঠিত হয়েছিল। প্রথম দিকে র্যাব বাড়াবাড়ি করলেও বর্তমান সময়ে তারা যথেষ্ট পরিপক্ব হয়েছে। র্যাব জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কাজ করে। যুক্তরাষ্ট্র এদের প্রশিক্ষণ দিয়েছে।