ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস-এর বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার.বিজেসি।
বুধবার বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক ও সদস্যসচিব শাকিল আহমেদ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে। সাংবাদিক শামসকে গ্রেপ্তারে সম্পাদক পরিষদের উদ্বেগ
এতে বলা হয়েছে, ‘সংবাদপত্রে প্রকাশিত কোনো সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে সরকারি প্রতিষ্ঠান প্রেস কাউন্সিলে তার প্রতিকার পাবার সুযোগ আছে। কিন্তু এক্ষেত্রে সরকার নির্ধারিত এই প্রক্রিয়ার বাইরে গিয়ে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের এই আইনের অপব্যবহার, যা না করার ব্যাপারে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাতের আঁধারে শামসকে বাসা থেকে তুলে আনা এবং পরে মামলায় গ্রেফতার দেখানোও আইনের শাসনসম্মত নয়। বিজেসি দ্রুততম সময়ে সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি এবং তাকে আইনের আশ্রয় নেয়ার যথাযথ সুযোগ দেয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পস্তির দাবি জানাচ্ছে।’ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক
এতে আরও বলা হয়, ‘একই সঙ্গে বিজেসি মনে করে প্রথম আলো’র বিতর্কিত সংবাদটি দেশের স্বাধীনতাকে হেয় করেছে বলে গুরুতর যে প্রশ্ন উঠেছে সেটিও এই পেশার জন্য অসম্মানজনক এবং বিব্রতকর। সংবাদ মাধ্যম ও সাংবাদিকের স্বাধীনতার পাশাপাশি তদের দায়িত্বশীলতাও অনেক জরুরি।’