এনডিটিভির পর আরেক ভারতীয় গণমাধ্যম কিনল গৌতম আদানি

0
143

গতকাল সোমবার ৪৭ কোটি ৮৪ হাজার বা ৪৮ কোটি রুপিতে এ অধিগ্রহণ সম্পন্ন হয়। কুইন্টিলিয়ন বিজনেস মিডিয়া বিকিউ প্রাইম নামের অনলাইন বিজনেস আউটলেটটি পরিচালনা করে। সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ ও কুইন্টিলিয়ন মিডিয়া যৌথ উদ্যোগে এই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করে। আগে প্ল্যাটফর্মটি (বিকিউ প্রাইম) ব্লুমবার্গ কুইন্ট নামে পরিচিত ছিল। শেয়ারবাজারের মাধ্যমে বিনিয়োগকারী ব্যক্তিদের গতকাল এসব তথ্য জানিয়েছে আদানি এন্টারপ্রাইজ।

ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, আদানি গ্রুপ প্রকাশনা, বিজ্ঞাপন, সম্প্রচার, কনটেন্ট সরবরাহসহ বিভিন্ন ধরনের মিডিয়া নেটওয়ার্ক ব্যবসায় যুক্ত হতে এএমজি মিডিয়া নেটওয়ার্কস প্রতিষ্ঠা করে।

প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ২০২১ সালের সেপ্টেম্বরে প্রবীণ সাংবাদিক সঞ্জয় পুগালিয়াকে নিয়োগ দেন আদানি। এর আগে গত বছরের ডিসেম্বরে ভারতে বেসরকারি টেলিভিশন নিউজ চ্যানেলের পথিকৃৎ নিউ দিল্লি টেলিভিশন বা ‘এনডিটিভি’র মালিকানা কিনে নেয় আদানি গোষ্ঠী।

এনডিটিভির মালিকানা নিতে ভারতের শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচিত গুজরাটের ধনকুবের গৌতম আদানির শিল্পগোষ্ঠী অনেক দিন ধরেই সচেষ্ট ছিল। গত বছরের আগস্টে জানাজানি হয়, এনডিটিভির প্রায় ২৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে আদানি গোষ্ঠীর মিডিয়া শাখা এএমজি মিডিয়া নেটওয়ার্ক। পরে উন্মুক্ত প্রস্তাবের মাধ্যমে এনডিটিভির সিংহভাগ শেয়ার কিনে নেয় তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.