কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মেসি-ডি মারিয়াদের জার্সিতে বসেছে থ্রি স্টার। ওই থ্রি স্টার জার্সিতে শুক্রবার সকালে প্রথমবার মাঠে নামে আলবিসেলেস্তেরা। সেখানে পানামার বিপক্ষে ২-০ গোলে জিতেছে আকাশি-সাদা জার্সির দল।
ম্যাচ ছাড়িয়ে মেসিদের বিশ্বকাপ শিরোপা উদযাপন বেশি নজর কেড়েছে। এস্তাডিও মনুমেন্টালে প্রথমবার শিরোপা উৎসব করেছেন তারা।
কাতারে বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে বেশ কয়েকদিন শিরোপা নিয়ে উৎসব করেন লিও মেসি, এমি মার্টিনেজ, এনজো ফার্নান্দেজরা। ভক্তদের সামনে ছাদখোলা বাসে উদযাপন করেন, উচ্ছ্বাসে মাতেন, ছিল ভক্তদের উন্মাদনা।
এরপর পানামার বিপক্ষে ম্যাচের অপেক্ষায় ছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। নিজ দেশের ভক্তদের সামনে খেলার অপেক্ষায় ছিলেন। মেসিই বলেছিলেন, ‘ওই স্টেডিয়ামে অনেক খেলেছি। কিন্তু এবারের ম্যাচ হবে ভিন্ন। ওই ম্যাচ খেলতে মুখিয়ে আছি।’ প্রতিপক্ষ হিসেবে পানামা বড় দল নয়। তারপরও স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়।
ম্যাচ শেষে মেসি-ডি মারিয়ারা রেপ্লিকা ট্রফি নিয়ে ভক্তদের সামনে উচিয়ে উদযাপন করেন। লাইনে দাঁড়িয়ে শিরোপা উৎসবে মাতেন। মেসিকে তার সতীর্থরা কোলে তুলে নেন, কোলে তুলে নেন কোচ লিওনেল স্কালোনিকে।
বিশ্বকাপের মতো লিওনেল মেসি, ডি মারিয়া, ওটামেন্ডিদের স্ত্রী তাদের সন্তানরাও হাজির হয়েছিলেন ওই ম্যাচে। তারাও উৎসবে মাতেন। সব মিলিয়ে পানামার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ যেন ছিল বিশ্বকাপের জয় উদযাপনের মহড়া ম্যাচ।