রেল মন্ত্রণালয়ের টুইটে রোসালিনের ব্যাপক প্রশংসা করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় ও টিকিট পরীক্ষার বেশ কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে টুইটে।
রোসালিন ভারতের সাউদার্ন রেলওয়েতে প্রধান টিকিট পরিদর্শক। তিনি বিনা টিকিটে রেলে চড়া যাত্রীদের কাছ থেকে মোট ১ কোটি ৩ লাখ রুপি জরিমানা আদায় করেছেন। তবে কত বছরে তিনি এ জরিমানা আদায় করেছেন, সে বিষয়ে কিছু জানায়নি রেল মন্ত্রণালয়।
ভারতীয় নারী রেল কর্মকর্তাকে নিয়ে করা পোস্টটি ভারতজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। রোসালিনকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। ওই পোস্টের নিচে একজন লিখেছেন, ‘ভারতকে সুপার পাওয়ার করতে এ ধরনের চ্যালেঞ্জিং ও নিবেদিত নারী প্রয়োজন। রোসালিনকে অভিনন্দন। এই তৎপরতা উত্তরোত্তর বৃদ্ধি পাক।’
আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘রোসালিন, তোমার বন্ধু হতে পেরে আমি গর্বিত। তোমার এই অর্জন আমাকে মোটেই অবাক করেনি। একাগ্রতা, অঙ্গীকার ও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাও।’
বিপুল পরিমাণ জরিমানা আদায় করায় রোসালিনকে অভিনন্দন জানিয়ে আরেকজন মন্তব্য করেছেন, ‘অভিনন্দন ম্যাম! দারুণ একটি কাজ করেছেন।’