ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ রামন মেনেজেস দলকে ঢেলে সাজিয়েছেন। কাতার বিশ্বকাপের স্কোয়াডে থাকা ১৫ জনকে বাদ দিয়ে দল ঘোষণা করেছেন মেনেজেস। আলিসন বেকার, রাফিনিয়া, ফাবিনিও, গ্যাব্রিবেল মার্তিনেল্লিদের দলে জায়গা হয়নি। নেইমার, থিয়াগো সিলভা, গ্যাবিয়েল জেসুসরা চোটের কারণে থাকছেন না।
ইউরোপের পাঁচ পরাশক্তি ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, ইতালি ও স্পেনও দুটি করে ম্যাচ খেলবে। ২০২৪ ইউরোর স্বাগতিক হওয়ায় জার্মানিকে বাছাইপর্বে অংশ নিতে হচ্ছে না। টানা দুই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া জার্মানদের ম্যাচ দুটি পেরু ও বেলজিয়ামের বিপক্ষে।
কিলিয়ান এমবাপ্পে–অলিভিয়ের জিরুদের ফ্রান্সের প্রতিপক্ষ ভার্জিল ফন ডাইকের নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড। ঘরের মাঠে স্পেন খেলবে আর্লিং হলান্ডের নরওয়ের বিপক্ষে, অন্য ম্যাচ খেলতে যাবে স্কটল্যান্ডে।
তবে এই আন্তর্জাতিক বিরতিতে সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে ইতালি–ইংল্যান্ডের। সর্বশেষ ইউরোর ফাইনাল খেলেছে এই দুই দল। ওয়েম্বলিতে ইংলিশদের টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে রবার্তো মানচিনির ইতালি। বৃহস্পতিবার রাতে দুই পরাশক্তির এবারের লড়াইটা নাপোলির মাঠ ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে। ইতালির আরেক প্রতিপক্ষ ‘পুঁচকে’ মাল্টা, ইংল্যান্ড ঘরের মাঠে খেলবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সঙ্গে।