চট্টগ্রামে ‘আরআরআর’, ‘বেলাশুরু’ ও ‘৮৩

0
164
চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার ভারতীয় চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়

সন্ধ্যায় চলচ্চিত্র উৎসব উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন।

গেল বছরের ২৫ মার্চ মুক্তি পায় রাজামৌলির বহুল আলোচিত ‘আরআরআর’

গেল বছরের ২৫ মার্চ মুক্তি পায় রাজামৌলির বহুল আলোচিত ‘আরআরআর’

অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজ শাহ।

এতে রাজীব রঞ্জন বলেন, ভারত একটি বৈচিত্র্যময় দেশ। ভাষা, সংস্কৃতি ও স্থানের ভিন্নতার কারণেই এ বিচিত্রতা। ভারতীয় সংস্কৃতি ফুটে ওঠে চলচ্চিত্রের মাধ্যমেও। বাংলা, হিন্দি, মালয়ালম, তেলেগুসহ নানা ভাষায় চলচ্চিত্র নির্মাণ করা হয়। চলচ্চিত্রের জগতে বাঙালি পরিচালকেরাও সমৃদ্ধ করেছেন। সত্যজিৎ রায়, মৃণাল সেন, বিমল রায়, ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালকেরা ভারতীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন।

রাজীব রঞ্জন বলেন, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। এর মধ্যে মনের মানুষ চলচ্চিত্রের কথা স্মরণ করতে পারি। লালন সাঁইজির জীবনের ওপর এটি নির্মিত হয়েছিল। দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণে এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হলো।

নন্দিতা দাস ও শিবপ্রসাদ মুখার্জির ‘বেলাশেষে’র পরিবারকে নিয়েই নির্মাণ করা হয়েছে ‘বেলাশুরু’

নন্দিতা দাস ও শিবপ্রসাদ মুখার্জির ‘বেলাশেষে’র পরিবারকে নিয়েই নির্মাণ করা হয়েছে ‘বেলাশুরু’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.