বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের সহসভাপতি নুরজাহান খান নূরী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া।
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা পুঁথি পাঠ করে শোনান আইনজীবী তৌহিদা নাজনীন।
এ ছাড়া আলোচনা সভায় বক্তব্য দেন মাসুদুর রহমান, নুরে আলম সিদ্দিক, সূর্য কান্ত ঘোষ, আলমগীর আলী, মুরার মাহামুদ ব্যাপারী, কামাল ব্যাপারী, শেখ শাহআলম, শেখ রেদোয়ান, ওয়াদুত মিয়া, লিখন খান, জহির মাস্টার, ফরিদ মিয়া, বেলাল হোসেন, আওয়াল খানসহ আরও অনেকেই।
আলোচনা সভায় বক্তারা জাতির পিতার মহতী জীবন এবং বাংলাদেশের জন্য তাঁর অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। মোশাররফ হোসেন ভূঁইয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অপরিসীম ভালোবাসার কথা বলেন।
মুহাম্মদ ফারুক খান তাঁর বক্তব্যে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির ফলে বাংলাদেশ কীভাবে আজ ‘উন্নয়ন বিস্ময়’ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে, তা তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও নেতৃত্বের গুণাবলি ধারণ করে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।