আর মেডিকেল কলেজ নয়: বিএমডিসি সভাপতি

0
148
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ২২তম আন্তর্জাতিক কংগ্রেস ও বৈজ্ঞানিক সম্মেলন

অধিবেশনটিতে ‘বাংলাদেশে মেডিকেল শিক্ষা: আমরা কি ঠিক পথে আছি’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন। আলোচনায় অংশ নিয়ে বিএমডিসির সভাপতি বলেন, ১৭ কোটি জনসংখ্যার দেশে মেডিকেল কলেজ ১১৫টি। জনসংখ্যার অনুপাতে বিশ্বের আর কোনো দেশে এত মেডিকেল কলেজ নেই।

২০১৬ সালের এক সমীক্ষার ফলাফল উদ্ধৃত করে অধ্যাপক মাহমুদ হাসান বলেন, সমীক্ষায় দেখা গেছে, বেশ কিছু সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের মান খারাপ। পাঠক্রমে পরিবর্তন এনে বা উন্নতি করে মেডিকেল শিক্ষার মানের উন্নতি নিশ্চিত করা যাবে না। পাঠক্রম পরিবর্তনের পাশাপাশি অবকাঠামো উন্নতি করতে হবে, পর্যাপ্ত জনবল দিতে হবে।

বিএমডিসির সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, বিএমডিসি, বিএসএমএমইউ বা বিসিপিএসের মতো প্রতিষ্ঠানগুলো যেসব উপদেশ দেয়, তা সরকারের শোনা উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক মো. টিটু মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব অধ্যাপক আহমেদুল কবীর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.