অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নেপালে ঘুরতে গিয়ে ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘স্বর্গের কাছাকাছি।’ প্রথমবারের মতো ভারতীয় সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। বিশ্ব রায় পরিচালিত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘ঘুম বারান্দা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি, ফেসবুক থেকে নেওয়া
নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক তারকাদের যাপিত জীবনের গল্প।
জনপ্রিয় অভিনেত্রী অপি করিম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘মেয়েদের হয় পড়ালেখা, নয় অন্য বিষয়ের যেকোনো একদিকে মনোনিবেশ করতে হবে। সেটাই তার পরিচিতি হবে। সে কেমন দেখতে, তা নিয়ে ভাবনার কিছু নেই।’ এপার-ওপার বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’-এ সম্প্রতি এই অভিনেত্রীকে দেখা গেছে
ফেসবুক থেকে নেওয়া
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সকল প্রতিবন্ধকতা পেরিয়ে মেঘলার পথচলা সহজ হবে কি কখনো?’ সামনে ‘মেঘলা’ শিরোনামে কলকাতার একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মিথিলাকে। সিনেমাটি পরিচালনা করছেন অর্ণব মিদ্যা
ফেসবুক থেকে নেওয়া
সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ‘বুকের মধ্যে আগুন’ সিরিজটি। এই সিরিজে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেছে অপূর্বকে। ঈদে সাবিলা নূরের সঙ্গে অভিনীত তাঁর নাটক ‘কদমবনে বৃষ্টি’ মুক্তি পাবে। এ ছাড়া তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে ‘এসো হাতটা বাড়াও’ নাটকেও দেখা যাবে তাঁকে
ফেসবুক থেকে নেওয়া
চিত্রনায়িকা বর্ষা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘ইতিবাচক ভাবুন।’ এই অভিনেত্রীকে আগামী ঈদে স্বামী অনন্ত জলিলের সঙ্গে ‘কিল হিম’ সিনেমায় দেখা যাবে। তবে এবার এই অভিনেত্রী এ সিনেমায় নায়িকা হিসেবে থাকবেন না। বর্ষা এখানে ব্যতিক্রমধর্মী একটা চরিত্রে অভিনয় করেছেন
ফেসবুক থেকে নেওয়া
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘তোমায় আমি চিনি না, আবার বোধ হয় চিনি’
ফেসবুক থেকে নেওয়া
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নেপালে ঘুরতে গিয়ে ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘স্বর্গের কাছাকাছি।’ প্রথমবারের মতো ভারতীয় সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। বিশ্ব রায় পরিচালিত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘ঘুম বারান্দা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি
দুর্নীতির অভিযোগে চীনের দুই শীর্ষ কর্মকর্তাসহ ৯ জন সামরিক কর্মকর্তাকে দল ও সামরিক বাহিনী থেকে বরখাস্ত করছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। গতকাল শুক্রবার চীনের প্রতিরক্ষা...
পাকিস্তান সফলভাবে মহাকাশে নিজেদের প্রথম ‘হাইপারস্পেকট্রাল’ স্যাটেলাইট পাঠিয়েছে। এ ঘটনাকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে দেখছে দেশটি। এ স্যাটেলাইট কৃষি থেকে শুরু করে নগর পরিকল্পনা পর্যন্ত...
চলমান নারী বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের ২০২ রানে অলআউট করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে...