৬৫০ ঘণ্টা সময় লেগেছে সেরা অভিনেত্রীর পোশাকটি বানাতে

সাদা পালকের গাউনটিতে আত্ববিশ্বাসী ছিলেন মিশেল

0
157
অভিনেত্রী মিশেল ইয়ো প্রথমবারের মতো অস্কারে মনোনয়ন পেয়েছেন

৬০ বছর বয়সী মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো প্রথমবারের মতো অস্কারে মনোনয়ন পেয়েছেন এবং প্রথমবারেই জিতে নিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। লালগালিচায় তিনি যেন সাদা মেঘের ওপর আলতো পায়ে হেঁটে এলেন। চার দশকের পেশাগত জীবনে কখনোই সাজ ও অভিনয় নিয়ে পরীক্ষা করতে ভয় পাননি ইয়ো। মাথার বসানো হীরার হেডব্যান্ডটিও নজর কাড়ে। সাজে ছিল না কোনো বাহুল্য। হাতাকাটা সাদা এ পোশাক দেখতে সাদামাটা হলে কী হবে, এটি বানাতে সময় লেগেছে ৬৫০ ঘণ্টা।

পোশাক তৈরির আগে বানানো স্কেচ।

পোশাক তৈরির আগে বানানো স্কেচ। 

কর্মীরা কাজ করেছেন ৬৫০ ঘন্টা ধরে

কর্মীরা কাজ করেছেন ৬৫০ ঘন্টা ধরে

মিশেল ইয়োর এ পোশাক বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্কেচ ও তথ্য তুলে ধরেছে ডিওর ব্র্যান্ড। হাতে তৈরি কট্যুর গাউনটি আইভরি রঙের সিল্ক অর্গানজা দিয়ে বানানো। তাতে যুক্ত করা হয়েছে পালকের বৈশিষ্ট্যযুক্ত তরঙ্গ। পোশাকটিতে ছিল বেশ কয়েকটি স্তর, যেখানে যুক্ত করা ছিল ছোট ছোট নাজুক পালক। শুধু এগুলো একত্র করতেই কারিগরদের লেগেছে ২০০ ঘণ্টা। আর পোশাকটির ওপর সূক্ষ্মভাবে এগুলো লাগাতে ব্যয় হয়েছে আরও ৪৫০ ঘণ্টা সময়। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে কারিগরদের এই ৬৫০ ঘণ্টার প্রতিটি মুহূর্তই সার্থক করে তুলেছেন মিশেল ইয়ো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.