একটু পরই অচেতন হয়ে স্টেজ থেকে নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি কোস্টাকে। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এএফপিকে জোহানেসবার্গ পুলিশ জানিয়েছে, কোস্টার মৃত্যু নিয়ে তদন্ত করছে তারা। ময়নাতদন্তের পর জানা যাবে তাঁর মৃত্যুর কারণ।
কোস্টা টিচের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর পরিবার একটি বিবৃতি দিয়ে তাঁর মৃত্যুর সংবাদ জানায়, ‘মৃত্যু আমাদের বাড়ির দরজায় কড়া নেড়েছে। আমাদের প্রিয় পুত্র, ভাই ও নাতি আমাদের ছেড়ে চলে গেছে। তার মৃত্যুর খবর জানার পর আমাদের বুক কষ্টে ফেটে যাচ্ছে।’
১৯৯৫ সালের ১০ সেপ্টেম্বর জন্ম নিয়েছিলেন কোস্টা টিচ। পড়াশোনা শেষ করে ২০১৪ সালে জোহানেসবার্গে চলে আসেন তিনি। এরপর বিগ ফ্লেক্সা, সুপারস্টার, মাহ গ্যাং, গোটের মতো গান গেয়ে অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। দ্রুত যেমন সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন, তেমনি অল্প বয়সেই ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কোস্টা।