জাহাঙ্গীরকে মেয়র পদে ফেরাতে চান ৬১ কাউন্সিলর, মন্ত্রীর কাছে আবেদন

0
138
সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর

সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে নিজ পদে ফেরাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বরাবর আবেদন করেছেন শহরের ৬১ জন ওয়ার্ড কাউন্সিলর।

তাদের স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি আবেদন গতকাল রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে জমা দেওয়া হয়েছে।

আবেদনে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম কাউন্সিলর ও দলের নেতাকর্মীর সঙ্গে আলোচনা করে উন্নয়ন কার্যক্রম চালাতেন। কিন্তু গত ১৫ মাসে গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়রের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও সমন্বয়হীনতা চরম সীমায় পৌঁছেছে। ফলে গাজীপুর সিটি করপোরেশন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। এতে সরকার ও দলের সুনাম নষ্ট হচ্ছে।

প্যানেল মেয়র আসাদুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, দ্বৈত নাগরিকত্বসহ ২১টি বিষয়ে ইতোমধ্যে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে। রিটের পরিপ্রেক্ষিতে দুদককে তদন্ত করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। তাই উন্নয়নের চাকা সচল রাখার সংগ্রামে শরিক হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে জাহাঙ্গীর আলমকে মেয়রের দায়িত্ব ফিরিয়ে দিতে অনুরোধ জানান কাউন্সিলররা।

২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, উন্নয়নের যে কর্মযজ্ঞ জাহাঙ্গীর শুরু করেছিলেন সেটা পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। দু’একজন কাউন্সিলর ছাড়া বাকি প্রায় সব জনপ্রতিনিধিই প্যানেল মেয়রের কাছে পাত্তা পাচ্ছেন না।

এ বিষয়ে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, কাউন্সিলরদের আবেদনের বিষয়টি আমিও শুনেছি। তবে এ বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না।

একই বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, নগরবাসীসহ পুরো দেশের মানুষের কাছে ইতোমধ্যে প্রমাণ হয়েছে, আমি ষড়যন্ত্রের শিকার। কাউন্সিলররা আজ এলাকায় কাজ করতে পারছেন না। হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেছে। শত শত কোটি টাকার বিদেশি বিভিন্ন প্রকল্প বাতিল হয়ে গেছে। কাজ না হওয়ার কারণে সাধারণ মানুষের কথা শুনতে হচ্ছে কাউন্সিলরদের। এ কারণে কাউন্সিলর ও সাধারণ মানুষ আমাকে পুনরায় মেয়র দেখতে চান।

২০২১ সালের সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলমের একটি বিতর্কিত মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ কারণে ওই বছরের ১৯ নভেম্বর তাঁকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এরপর ২৫ নভেম্বর মেয়র পদ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে গত ১ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জাহাঙ্গীরকে সাধারণ ক্ষমা করে দলে ফিরিয়ে নেওয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.