এসভিবি: মাত্র এক পাউন্ডে বিক্রি হয়েছে সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য শাখা

0
152
সিলিকন ভ্যালি

সিলিকন ভ্যালি ব্যাংকের ধসের পর প্রযুক্তি খাতের অন্যতম বড় এই ঋণদানকারীর ব্রিটেন শাখাকে নিয়ে কী করা যায়, তা নিয়ে দেশটির সরকার, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং সম্ভাব্য ক্রেতাদের মধ্যে সপ্তাহান্তে বৈঠক হয়েছে।

এইচএসবিসির এই অধিগ্রহণের ফলে তাদের সেই প্রাণান্তকর চেষ্টার আপাত অবসান ঘটল। পৃথিবীর অন্যতম বড় ব্যাংক হলো এইচএসবিসি, যাদের ২ দশমিক ৯ লক্ষ কোটি ডলারের সম্পদ রয়েছে।

ব্রিটেনের অর্থমন্ত্রী জেরেমি হান্ট বলেন, এইচএসবিসি ইউরোপের সবচেয়ে বড় ব্যাংক। এসভিবি ইউকে’র গ্রাহকেরা এখন নিশ্চিত বোধ করতে পারেন, কারণ, একটি ব্যাংকের শক্তি ও নিরাপত্তা এখন তাদের সঙ্গে রয়েছে।

সাংবাদিকদের জেরেমি হান্ট আরও বলেন, ‘এমন এক অবস্থার মধ্যে আমরা পড়েছিলাম, যেখানে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কোম্পানি, যেগুলো কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো ধ্বংস হয়ে যেতে পারত এবং সেটা ঘটলে তা হতো একটি মারাত্মক বিপজ্জনক ব্যাপার।’

এসভিবিকে বাঁচাতে এইচএসবিসির এগিয়ে আসার ব্যাপারে এক প্রশ্নের জবাবে জেরেমি হান্ট বলেন, অর্থ মন্ত্রণালয়ের অগ্রাধিকার ছিল ব্যাংকটির ইউকে শাখার জন্য যেকোনোভাবেই হোক না কেন, ব্রিটেনের করদাতাদের অর্থ ব্যবহার না করা।

ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, আর্থিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধরে রাখতে তারা এসভিবির ইউকে শাখা বিক্রির পদক্ষেপ নিয়েছিল। এটি বিক্রির ফলে ব্যাংকে রাখা আমানত নিরাপদ এবং পুরো ব্যাংকিং ব্যবস্থাও নিরাপদ রয়েছে বলে তারা জানিয়েছে।

রয়্যাল লন্ডন অ্যাসেট ম্যানেজমেন্ট সিনিয়র ফান্ড ব্যবস্থাপক ও এইচএসবিসির বিনিয়োগকারী রিচার্ড ম্যারউড বলেন, দেখে মনে হচ্ছে এটি খুব ভালো একটি চুক্তি হয়েছে। এসভিবি অর্থ ও আমানতকারীদের আস্থার সংকটে ভুগছে। অন্যদিকে, এইচএসবিসির দুটিই রয়েছে।

এসভিবি ইউকে-কে তার মার্কিন মূল কোম্পানি থেকে আলাদা করা হয়েছে। এইচএসবিসি বলছে, মূল কোম্পানির সম্পদ ও দায় তাদের অধিগ্রহণের আওতাভুক্ত নয়। এইচএসবিসির প্রধান নিবাহী কর্মকর্তা নোয়েল কুইন এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাজ্যে আমাদের ব্যবসার জন্য এই অধিগ্রহণ একটি ভালো কৌশলগত পদক্ষেপ’।

এসভিবি ইউকে’কে ৫৫০ কোটি পাউন্ডের মতো অর্থ ঋণ হিসেবে বিতরণ করেছে। অন্যদিকে, তাদের আমানতের পরিমাণ প্রায় ৬৭০ কোটি পাউন্ড। এই তথ্য জানিয়ে এইচএসবিসি বলেছে যে অধিগ্রহণের কার্যক্রম দ্রুতই শেষ করা হচ্ছে।

ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, এসভিবি ইউকে’র স্থিতিপত্রের আকার হবে ৮৮০ কোটি পাউন্ড। যুক্তরাষ্ট্রের মতো ব্যাংক ব্যবস্থায় নগদ অর্থ জোগাতে ব্রিটেন এখনো কোনো বিশেষ ঘোষণা দেয়নি। ব্রিটেনের অনেক কোম্পানি জানিয়েছে, তাদের সঙ্গে এসভিবির লেনদেন ছিল।

এসভিবি ইউকে কেনার জন্য আরও অনেকে চিন্তাভাবনা করছিল। গতকাল রোববার ব্যাংক অব লন্ডন জানিয়েছিল যে তারা একটি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। সফটব্যাংকের মালিকানাধীন ওকনর্থ ব্যাংক একই রকম পরিকল্পনা করছিল বলে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.