রাশিয়ার নিন্দায় জি২০ জোটের অধিকাংশ দেশ, নীরব চীন

0
136
জি২০ জোট

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর অর্থমন্ত্রীরা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার তীব্র নিন্দা জানালেও এক্ষেত্রে নীরবতা দেখিয়েছে চীন। এ ছাড়া রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন এ সংক্রান্ত একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতেও অস্বীকৃতি জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেঙ্গালুরুতে শনিবার গ্রুপ অব টুয়েন্টি (জি২০) জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের সভাপতি হিসেবে ভারত আলোচনার টেবিলে যুদ্ধের প্রসঙ্গ উত্থাপনে অনাগ্রহী ছিল। তবে পশ্চিমা দেশগুলো এ বিষয়ে জোর দিয়ে জানায়, নিন্দা প্রস্তাব যুক্ত না থাকলে তারা কোনো প্রস্তাবে সমর্থন দেবেন না।

বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, ‘রাশিয়া বিরোধী’ পশ্চিমা দেশগুলো জি২০-কে ‘অস্থিতিশীল করে তুলেছে’।

জি২০ জোটের সদস্যদের মধ্যে ঐকমত্য না হওয়ায় সভাপতির দায়িত্বে থাকা ভারত দুই দিনের বৈঠকে আলোচিত বিষয়গুলোর পাশাপাশি যেসব বিষয়ে মতৈক্য হয়নি সেগুলো উল্লেখ করে কেবল একটি বিবৃতি দিয়ে দায় সেরেছে।

বিবৃতিতে বলা হয়, ‘বেশিরভাগ দেশ ইউক্রেনে যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছে এবং এই যুদ্ধ মানুষের অভবনীয় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে বিদ্যমান সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে।’

এ কারণে বিশ্বের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, অর্থনৈতিক স্থিতিশীলতায় ঝুঁকি এবং জ্বালানি ও খাদ্য নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.