জাপানের উত্তরাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প

0
138
জাপানের ভূমিকম্প,ছবি: টিআরটি ওয়ার্ল্ড

জাপানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। হোক্কাইডো প্রদেশে শনিবার রাতে আঘাত হানে ভূমিকম্পটি। তবে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি।

ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর আর্থ সায়েন্স অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স (এনআইইডি) এর মতে, ভূমিকম্পটি নেমুরো উপদ্বীপের ৬১ কিলোমিটার গভীরে আঘাত হানে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় জাপানে ভূমিকম্প সাধারণ ঘটনা। এ কারণে দেশটির অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়, যেন প্রচণ্ড কম্পনেও ভবনের কিছু না হয়। ভবন নির্মাণ আইন মানা হচ্ছে কি না, মহড়ার মাধ্যমে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.